
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন দর্শন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা দেশ ও জাতির নেতৃত্ব প্রদানে তার পিতার পরিপূরক হিসেবে কাজ করছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭৪ সালে বাংলাদেশ অনুন্নত দেশ থেকে স্বল্পোন্নত দেশ হিসেবে স্বীকৃতি পায়। আজ শেখ হাসিনা সেখান থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম হিসেবে উত্তীর্ণ করেছেন। শেখ মুজিব জাতিসংঘের অধিবেশনে ঐতিহাসিক বিশ্বজাগরণী ভাষণ দেয়ার পর পরই পুনরায় জাতিসংঘে গিয়ে বলেছেন, ‘আমার কিন্তু ভারতের সঙ্গে পানি নিয়ে বোঝাপড়া আছে। তোমরা আমার চিঠিটা নাও, সময়মতো সাহায্য করো।‘ সে চিঠিটা বছরের পর বছর গেছে, কিন্তু কিছু করা হয়নি। শেখ হাসিনা এসে বিষয়টিকে আবার গুরুত্ব দিয়েছেন। শেখ মুজিবুর রহমান সংবিধান ও প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রধান উপজীব্য হিসেবে মানুষকে রেখেছেন। তিনি বলেছেন, ‘প্রভার্টি রিডাকশন ইজ দ্য প্রাইমারি গোল অব দিজ প্ল্যান।’ এখন শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে নেতৃত্ব দিচ্ছেন। এ রকম আরো কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে শেখ হাসিনা পিতার পরিপূরক ভূমিকা পালন করছেন। জাতির পিতা উদ্যোগ নিয়েছেন, শেখ হাসিনা সে উদ্যোগের পরিপূর্ণতা দিচ্ছেন।