ঔপনিবেশিক প্রভুত্বের আবদার এবং তত্ত্বাবধায়ক সরকারের ভূত

ঢাকা পোষ্ট ড. অরুণ কুমার গোস্বামী প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১৭:২৪

জাতীয় সংসদ গঠনকল্পে সাধারণ নির্বাচনের জন্য ‘তত্ত্বাবধায়ক সরকার’ ব্যবস্থা বাংলাদেশে এখন অতীত। অথচ বাংলাদেশের হারিয়ে যাওয়া সেই ‘তত্ত্বাবধায়ক সরকারের ভূত’ ধরে ঝুলে পড়েছে ইউরোপিয়ান ছয়জন রাজনীতিক। যাদের পূর্ব পুরুষেরা নির্মমভাবে কূট-কৌশলের মাধ্যমে ১৯০ বছর (১৭৫৭ থেকে ১৯৪৭) বাংলা তথা সমগ্র ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। ইউরোপীয় এই রাজনীতিকেরা বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ‘ভূমিকা’ পালনের ‘অদ্ভুত আবদার’ জানিয়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বরেলের নিকট একটি চিঠি দেওয়ার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।


এই খবরটি ইউরোপের ‘হারানো ঔপনিবেশিক মানসিকতার’ বহিঃপ্রকাশ ব্যতীত আর কিছুই নয়। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে ‘আবদার’ জানিয়ে সংস্থার যে ছয় এমপি চিঠি দিয়েছেন তারা হলেন—স্টেফানেক ইভান (স্লোভাকিয়া), মাইকেলা সোজড্রোভা (চেক প্রজাতন্ত্র), আন্দ্রে কোভাতচেভ (বুলগেরিয়া), কারেন মোলচিওর (ডেনমার্ক), জাভিয়ের নার্ট (স্পেন) এবং হেইডি হাউটালা (ফিনল্যান্ড)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও