You have reached your daily news limit

Please log in to continue


৭৫ বছর বয়সী এই সুপারমডেলের সন্তান কারা জানলে অবাক হবেন

কানাডায় জন্ম হলেও মেই মাস্ক বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকায়। মা-বাবার সঙ্গে তাঁর ছোটবেলা কেটেছে কালাহারি মরুভূমিতে ঘুরে ঘুরে। কারণ, মেই মাস্কের বাবা জসুয়া নরমান হাল্ডেম্যান ছিলেন প্রত্নতত্ত্ববিদ।

দক্ষিণ আফ্রিকাতেই ডায়েট ও পুষ্টি বিষয়ে উচ্চতর ডিগ্রি নেন মেই মাস্ক। একজন ডায়েটিশিয়ান ও পুষ্টিবিদ হিসেবে এর চেয়ে ভালো ছবি আর কী হতে পারে মেই মাস্কের! এই ছবি পোস্ট করে মেই সবাইকে সতেজ ফলমূল খেতে আহ্বান জানিয়েছেন।

১৯৬৯ সালে দক্ষিণ আফ্রিকার এক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে মেই মাস্ক গ্র্যান্ড ফিনাল পর্যন্ত পৌঁছেছিলেন। সে যাত্রায় মুকুট জিততে না পারলেও সেই অভিজ্ঞতা থেকে মডেলিংকে পেশা হিসেবে বেছে নেওয়ার সাহস করেছিলেন।

এবারের মা দিবসে নিজের সন্তানদের সঙ্গে এই ছবি পোস্ট করেছেন মেই মাস্ক। সেই সঙ্গে জানিয়েছেন তিনি পৃথিবীর সবচেয়ে সুখী ও ভাগ্যবান মা। তিনি সন্তানদের কাছ থেকে যেমন সহযোগিতা পেয়েছেন, সন্তানদেরও পাশে থাকার চেষ্টা করেছেন সব সময়। তাঁর তিন সন্তানের মধ্যে একজন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক, আরেক সন্তান উদ্যোক্তা ও শেফ কিম্বাল মাস্ক এবং মেয়ে সফল চলচ্চিত্র নির্মাতা টোসকা মাস্ক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন