‘উপকারের’ জন্য করা এই সব প্রকল্প আখেরে দেশেরই ক্ষতি করবে
সরকারের মন্ত্রিসভায় একজন সৎ, সজ্জন ও স্পষ্টভাষী ব্যক্তি হিসেবে পরিচিত পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি সরল স্বীকারোক্তি দিয়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে—‘হাওরে পাকা সড়ক বানিয়ে নিজের পায়ে কুড়াল মেরেছি।’ হাওরে নির্মিত ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সংযোগকারী প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন সড়কটি অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটক-আকর্ষক হিসেবে ব্যাপকভাবে দেশে সমাদৃত।
দেশের সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ সড়ক আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটা উদ্বোধনের পর থেকেই। এখানে উল্লেখ করা প্রয়োজন যে পরিকল্পনামন্ত্রী মান্নান সুনামগঞ্জের হাওর অঞ্চলে সন্তান।
- ট্যাগ:
- মতামত
- পরিকল্পনা
- অর্থনীতি
- উন্নয়ন প্রকল্প