ডোনাল্ড ট্রাম্পের জটিল সন্ধিক্ষণ
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সর্বশেষ অভিযোগের ব্যাপারে বলেছেন, আমি নির্দোষ। তিনি এমন একটি শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে এ কথা বলেছেন, যিনি কার্যত তাঁর মোচ ঘোরাচ্ছেন। প্রশ্নবিদ্ধ তৈলচিত্র একটি শিল্পকর্মের পটভূমিক সংগীতের মতো শিল্পকর্ম নয়। এটি নিউ জার্সির ট্রাম্পের বেডমিনস্টার গলফ ক্লাবের স্তব্ধতার মতো বলে মনে হচ্ছে, যেখানে তিনি তাঁর প্রথম স্ত্রী ইভানাকে সমাহিত করেছিলেন। অভিযোগ রয়েছে, ট্রাম্প ট্যাক্স থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য তাঁর স্ত্রীকে সেখানে কবরস্থ করেছেন। যেভাবেই হোক, ইভানা সেখানে আছেন। এমনটিই তিনি চেয়েছিলেন।
ইভানা বেঁচে থাকা তাঁর সাবেক স্বামীর জন্য কী বিপর্যয় নিয়ে আসছেন? গুপ্তচরবৃত্তি আইনসহ প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তার অতি গোপন নথিপত্র বাড়িতে নিয়ে অযত্ন-অবহেলায় রাখার জন্য অভিযুক্ত করা ট্রাম্পের জন্য বিজয় কিংবা উপহার হতে পারে। তিনি হয়তো একে তহবিল সংগ্রহে ব্যবহার করবেন। এটি তাঁর পক্ষে হয়তো রিপাবলিকানদের একত্র করতে সাহায্য করবে। এর মাধ্যমে প্রত্যেক রিপাবলিকান সমর্থক অনুভব করবে, তাদের তাঁর প্রতি আনুগত্যের শপথ নিতে হবে। তদুপরি এটি এরই মধ্যে তাকে ঠিক সেখানে নেবে, যেখানে সে থাকতে পছন্দ করে। এটা অবশ্যই বলা উচিত, গুপ্তচরবৃত্তি আইনটি এমন, যার শাস্তি এড়ানো কঠিন। ডোনাল্ড ট্রাম্প এই আইনেও অভিযুক্ত।