কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৬ বছর বয়সীদের ভোটার বানাতে চায় জার্মান সরকার

বাংলা নিউজ ২৪ জার্মানি প্রকাশিত: ১১ জুন ২০২৩, ২০:২৭

জার্মানির মধ্যবামপন্থী সরকার দেশব্যাপী নির্বাচনে ভোট দেওয়ার বয়স ১৮ বছর থেকে কমিয়ে ১৬ বছর করতে চায়। অনেক তরুণ এ ধারণাটিকে সমর্থন করলেও জনসংখ্যার অধিকাংশই ভিন্ন মত পোষণ করেছেন।


জার্মানের সংবিধান ও মৌলিক আইনে স্পষ্ট উল্লেখ রয়েছে, কারো ১৮ বছর পূর্ণ হলেও সে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।


কিন্তু অনেক তরুণই এ নিয়মে সন্তুষ্ট নন। তাদের প্রশ্ন কেন ১৬ বছর বয়সে ফেডারেল নির্বাচনসহ সব নির্বাচনে ভোট দিতে পারবেন না?


জার্মানির জোট সরকারের তিন দল এ প্রস্তাবের সমর্থন দিয়েছে। দলগুলো হলো-মধ্যবামপন্থী সামাজিক গণতন্ত্রী (এসপিডি), নব্য উদারপন্থী ব্যবসাবান্ধব (এফডিপি) ও পরিবেশবান্ধব গ্রিন পার্টি।


জার্মানির শিশু সুরক্ষা সমিতি এবং জার্মান শিশু তহবিলের পরামর্শ হচ্ছে- তারা ভোটারের বয়স ১৪ বছরে নামিতে আনতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও