
মূল্যস্ফীতি কমানোর পরিকল্পনা বাজেটে নেই
বিশিষ্ট অর্থনীতিবিদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব। সম্পৃক্ত ছিলেন বাংলাদেশের সংবিধান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের রিপোর্ট প্রণয়নের কাজে। বাংলাদেশ ব্যাংকের সপ্তম গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম উপাচার্য। দেশের অর্থনৈতিক অবস্থা, বাজার ব্যবস্থাপনা ও সদ্য ঘোষিত প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘক্ষণ খোলামেলা কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সহকারী সম্পাদক তাপস রায়হান
দেশ রূপান্তর : বর্তমানে দেশে মার্কিন ডলারের সংকট চলছে। আপনার কি মনে হয়, খোলাবাজারে ডলার ছেড়ে দিলে এই সংকটের মুখোমুখি হতে হতো না?
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন : না, আমার তা মনে হয় না। খোলাবাজারে ডলার ছেড়ে দেওয়ার সময় এখনো আসেনি। আমি তা মনে করি না। আমরা পরামর্শ দিয়েছিলাম, ম্যানেজ থ্রোটটা আরও ভালোভাবে করার জন্য। মাল্টিপল এক্সচেঞ্জ রেট পৃথিবীর কোথাও এখন নেই। এটা হওয়া মানেই, মধ্যস্বত্বভোগীদের লাভ করার একটা সুযোগ করে দেওয়া। এরপর বলা যায়, ১০-১২ বছর ধরে টাকাটাকে অতি মূল্যায়িত করে, ভালো করিনি। যেখানে ১০ বছরে ভারত প্রায় ৭৫ শতাংশ অবমূল্যায়িত করে তাদের মুদ্রা, সেখানে আমরা ১০ বছরে করি মাত্র ২৭ ভাগ। এতে টাকাটা অবমূল্যায়িত হওয়ার ফলে রপ্তানির প্রতিযোগিতা যেমন হওয়া উচিত ছিল তা হয়নি।