কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ

ইত্তেফাক কণিকা রানী প্রকাশিত: ১১ জুন ২০২৩, ১৩:১২

সাম্প্রতিক সময়ে পৃথিবীতে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জলবায়ু পরিবর্তন। অতীতে মানুষ ছিল প্রকৃতির অধীনে; কিন্তু বর্তমানে প্রকৃতি মানুষের অধীনে। প্রকৃতিকে মানুষ নিজের প্রয়োজনে ব্যবহার করছে ইচ্ছা মতো। ফলে আমাদের দৈনন্দিন জীবনের কর্মকাণ্ডের বিরূপ প্রতিক্রিয়া পড়ছে প্রকৃতিতে।  প্রযুক্তির কল্যাণ আমাদের জীবনধারাকে সহজ করে দিলেও, পরিবেশ নষ্ট করে দিচ্ছে। প্রাকৃতিক কারণে জলবায়ুতে স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন হয়। কিন্তু বর্তমানে যে হারে তাপমাত্রা বাড়ছে তার জন্য মানুষের কর্মকাণ্ডই প্রধানত দায়ী। মানুষ যখন থেকে কলকারখানা এবং যানবাহন চালাতে, শীতে ঘর গরম রাখতে তেল, গ্যাস এবং কয়লা পোড়ানো শুরু করল, সেই সময়ের তুলনায় পৃথিবীর তাপমাত্রা বেড়েছে ১ দশমিক ২ডিগ্রি সেলসিয়াস। বায়ুমণ্ডলে অন্যতম একটি গ্রিন হাউজ গ্যাস কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ ঊনবিংশ শতকের তুলনায় ৫০ শতাংশ বেড়ে গেছে। তার মধ্যে বনাঞ্চল ধ্বংসের কারণেও গ্রিন হাউজ গ্যাসের নির্গমন বাড়ছে।  জনসংখ্যা বেশি হওয়ার কারণে মানুষ জীবনের তাগিদে প্রতিনিয়ত প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করছে। গাছপালা ধ্বংস করে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নিজেদের উন্নত করছে, অপরিকল্পিত বাসাবাড়ি, কলকারখানা এবং আরামআয়েশের ব্যবস্থা করছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও