বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে টরিন, বলছে গবেষণা
সমকাল
প্রকাশিত: ১১ জুন ২০২৩, ০৮:৩০
সবাই দীর্ঘদিন তারুণ্যের স্বাদ পেতে চায়। কিন্তু প্রাকৃতিক নিয়মেই একটা সময় চেহারায় বার্ধক্যের ছাপ পড়তে থাকে। সেই বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে এমন একটি অণুর কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। আর সেটি হলো টরিন (Taurine)।
টরিন একটি অ্যামিনো অ্যাসিড, যা কোনো প্রাণীর কোষে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য এবং সঠিক হাইড্রেশন বজায় রাখতে সাহায্য করে। এটি বিভিন্ন এনার্জি ড্রিংকে যোগ করা হয় এবং অনেক খাবারেও প্রাকৃতিকভাবে এটি পাওয়া যায়।
বৃহস্পতিবার সায়েন্স রিপোর্টে আন্তর্জাতিক মানের একদল গবেষকের গবেষণা প্রতিবেদনের বরাতে এনবিসি নিউজের এক খবরে এসব তথ্য জানানো হয়েছে।