ফাইনাল জিততে হলে ভারতকে গড়তে হবে বিশ্ব রেকর্ড

প্রথম আলো প্রকাশিত: ১০ জুন ২০২৩, ১৮:৩৭

গত এক দশকে আইসিসির কোনো শিরোপা জেতা হয়নি ভারতের। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সর্বশেষ তারা বৈশ্বিক শিরোপা জিতেছিল ২০১৩ সালে। সেটা ভারত জিতেছিল ইংল্যান্ডেরই মাটিতে, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। এবার ইংল্যান্ডের মাটিতে আরেকটি বৈশ্বিক শিরোপার ফাইনাল খেলছে ভারত। এক দশকের অপেক্ষা ঘুচিয়ে জিততে পারবে আরেকটা বৈশ্বিক ট্রফি?


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন যেখানে দাঁড়িয়ে, ভারতের জন্য কাজটা বেশ কঠিনই। ভারতের সামনে ৪৪৪ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। এমনিতে ম্যাচটি ড্র হলে দুই দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। কিন্তু ম্যাচ শেষ হতে সাড়ে ৪ সেশন বাকি আছে। এ ম্যাচ ড্র করা ভারতের জন্য সহজ ব্যাপার হবে না।


এখন রইল জয়ের কথা। সেটা পাওয়া কতটা কঠিন, তা স্পষ্ট হবে ওভালের একটি পরিসংখ্যানে চোখ বোলালে। ওভালে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ১২১ বছরের পুরোনো। ১৯০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬৩ রানের লক্ষ্য ছুঁয়ে ১ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও