![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024November/india-australia-221124-01-1732270606.jpg)
১৭ উইকেটের দিনে ভারতকে দেড়শতে থামানোর পর ব্যাটিং বিপর্যয়ে অস্ট্রেলিয়া
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ১৯:১৪
দিনের শেষ বল মিচেল স্টার্কের ব্যাটে লেগে অল্পের জন্য ফিরতি ক্যাচ গেল না বোলার জাসপ্রিত বুমরাহর হাতে। স্টার্কের মুখে তখন চওড়া হাসি। তবে অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে কারও মুখে হাসি থাকার কথা নয়! পেসারদের দারুণ বোলিংয়ে ভারতকে দেড়শর মধ্যে থামিয়ে দেওয়ার স্বস্তি যে তাদের থাকেনি ব্যাটিংয়ে নেমে। জাসপ্রিত বুমরাহর আগুনে বোলিংয়ে একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় এখন স্বাগতিকরা।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন দাপট দেখালেন দুই দলের বোলাররাই। আরও নির্দিষ্ট করে বললে, পেসাররা। সব মিলিয়ে পার্থে শুক্রবার পড়ল ১৭ উইকেট, সবকটিই পেসারদের ঝুলিতে। ১৯৫২ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্টের প্রথম দিনে সবচেয়ে বেশি উইকেট পতনের নজির এটিই।
ভারতকে ১৫০ রানে গুটিয়ে দেওয়া অস্ট্রেলিয়া দিন শেষ করেছে ৭ উইকেটে ৬৭ রান নিয়ে। এখনও ৮৩ রানে পিছিয়ে আছে তারা।
- ট্যাগ:
- খেলা
- ভারত-অস্ট্রেলিয়া সিরিজ