ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
তিন ফরম্যাট মিলিয়ে টানা চার সিরিজ হার কিংবা শুধু টেস্টেই টানা চার হারে বিপর্যস্ত বাংলাদেশ। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টিম টাইগার্সের।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টায়।
অ্যান্টিগার এই ভেন্যুতে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা সুখকর নয়। সর্বশেষ দুই টেস্টের দুটিরই প্রথম ইনিংসে যথাক্রমে ১০৩ ও ৪৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে আছে অস্বস্তিও। ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছিলেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম। শান্তর জায়গায় একাদশে আছেন শাহাদাত হোসেন দীপু।