অধিকারের উৎস ধারায় ৬ দফা
দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের পথ বেয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্ম হয়। সে আন্দোলনের প্রধান নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আমাদের জাতির পিতা। বিশ্বনেতৃত্বের আসনে যার উজ্জ্বলতম অবস্থান, তিনি আমাদের গৌরব, ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান। তার মহাকীর্তির অন্যতম অনুষঙ্গ ৬ দফা। ১৯৬৬ সালের ঘোষিত ৬ দফার ওপর ভিত্তি করেই আমাদের স্বাধীনতা আন্দোলন গতি লাভ করেছিল। ঐতিহাসিক এ সত্যকে প্রতি বছরই ৭ জুন তুলে ধরতে হয় পরবর্তী প্রজন্মের জন্য। কেননা এই ৭ জুন বাঙালির মুক্তির সনদ ঘোষিত হয়েছিল। তাই ৭ জুন ৬ দফা দিবস হিসেবে চিহ্নিত। আমরা স্বাধীনতাকামী বাঙালি এই দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করে থাকি। কিন্তু একটা চিহ্নিত গোষ্ঠী এই দিবস পালন করে না এবং এর গুরুত্ব বোঝার প্রয়োজনও বোধ করে না। অথচ ৬ দফার ওপর ভর করেই বাঙালি স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়। এর উত্সধারায় বাঙালির মুক্তির বীজমন্ত্র নিহিত ছিল।
- ট্যাগ:
- মতামত
- ৬ দফা দিবস
- শেখ মুজিবুর রহমান