কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মধ্যপ্রাচ্যে গিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ, দেশে ফিরে জামাতুল আনসারের অর্থ শাখার প্রধান

প্রথম আলো রাজেন্দ্রপুর প্রকাশিত: ০৬ জুন ২০২৩, ১৫:০১

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অন্যতম শুরা সদস্য ও অর্থ শাখার প্রধান মোশারফ হোসেন ওরফে রাকিবসহ (৩৪) তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। গতকাল সোমবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় তল্লাশিচৌকি বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার অন্য দুজন হলেন জাকারিয়া হোসাইন (২৯), আহাদুল ইসলাম মজুমদার ওরফে সিফাত ওরফে মামিদ (২২)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও  ১২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।


র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে মোশারফ হোসেন ওরফে রাকিব ২০১৫ সালে মধ্যপ্রাচ্যে গিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হন। পরে দেশে ফিরে জামাতুল আনসারে যোগ দেন। সংগঠনটির অর্থ শাখার প্রধান হন। অর্থ সংগ্রহ এবং বিতরণ তাঁর হাত দিয়েই হতো।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও