ভারত থেকে আমদানির অনুমতি দেওয়ার খবরে দেশের পাইকারি বাজারে পেঁয়াজের দাম দ্রুত কমছে। প্রথম আলোর খবর অনুযায়ী, ঢাকার শ্যামবাজার ও কারওয়ান বাজার এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে দেশি পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত কমেছে।
পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ ভোক্তাদের স্বার্থ রক্ষায় আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত শনিবার কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়।
পেঁয়াজ আমদানি করতে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সঙ্গনিরোধ শাখা থেকে আমদানির অনুমতি বা আইপি নিতে হয়। কৃষকের স্বার্থ বিবেচনা করে গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া বন্ধ রেখেছিল মন্ত্রণালয়।
- ট্যাগ:
- মতামত
- পেঁয়াজ আমদানি
- পেঁয়াজ
- পেঁয়াজের দাম