You have reached your daily news limit

Please log in to continue


বিপিসি যখন মুনাফাই করছে, তখন এত লোডশেডিং কেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান বলেছিলেন মূল্যস্ফীতি খুনির মতোই প্রাণঘাতী। মূল্যস্ফীতি যে কতটা প্রাণঘাতী হতে পারে, তার আঁচ বাংলাদেশের সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। সরকারি হিসাবেই মাসের পর মাস ধরে মূল্যস্ফীতি ৯-এর ঘরে। গরিব, নিম্নমধ্যবিত্ত থেকে মধ্যবিত্তদের বড় একটা অংশ নানাভাবে কাটছাঁট করে, জোড়াতালি দিয়ে জীবন চালাচ্ছে। ঘরে ঘরে কান পাতলেই এখন নুন আনতে পান্তা ফুরোনোর আর কায়দা করে জীবন চালানোর ফন্দিফিকিরের কাহিনিগুলো শোনা যাবে।

এবারের বাজেটে অর্থমন্ত্রী মূল্যস্ফীতি ৬-এর ঘরে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাস্তবে এমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, যাতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে পারে। জিডিপির অনুপাতে রাজস্ব আদায়ে বাংলাদেশ নিচের সারির দিকে বিশ্বের সবচেয়ে চ্যাম্পিয়ন দেশগুলোর একটি। এর কারণ হলো আমাদের বৈষম্যমূলক রাজস্ব নীতি। মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং আমদানি শুল্ক এখনো আমাদের রাজস্ব আদায়ের প্রধান দুই খাত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন