ভারতের ট্রেন দুর্ঘটনা যান্ত্রিক ত্রুটি নাকি মানুষের ভুলে
ভারতের ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস নামক যাত্রীবাহী রেল দুর্ঘটনার উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্তের রিপোর্ট এখনও প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণেই ঘটেছে দুর্ঘটনা।
হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের রেলওয়ের এক শীর্ষ কর্কমর্তা জানিয়েছেন, খড়্গপুর ডিভিশনের সিগন্যালিং রুমের ভিডিওতে দেখা গেছে, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশন পেরিয়ে লুপ লাইনে ঢুকে পড়ে যাত্রীবাহী করমণ্ডল এক্সপ্রেস। এই লুপ লাইনে আগে থেকেই একটি মালগাড়ি দাড়িয়েছিল। আসলে লুপ লাইনে না ঢুকে মেইন লাইনে ধরে ভুবনেশ্বরের দিকে বেরিয়ে যাওয়ার কথা ছিল করমণ্ডল এক্সপ্রেসের।