একই স্বপ্ন বারবার দেখার কারণ

ডেইলি স্টার প্রকাশিত: ৩১ মে ২০২৩, ২০:১০

অনেক ওপর থেকে সাঁই সাঁই করে নিচে পড়ে যাচ্ছেন, ক্রমশ তলিয়ে যেতে যেতে হুট করে ঘুমটা ভেঙে গেল। বুঝতে পারলেন, স্বপ্ন দেখছিলেন। এমন স্বপ্ন প্রায়ই দেখেন। শুধু আপনি নয়, অনেকেই। হয়তো স্কুলের চৌহদ্দি পেরিয়ে এসেছেন ১৪ বছর হতে চলল– তবু এখনও অঙ্কের বোর্ড পরীক্ষায় ১ ঘণ্টা পর পৌঁছাচ্ছেন প্রায়ই। তবে তা বাস্তবে নয়, স্বপ্নে। এমন অতি পরিচিত কিছু স্বপ্ন, বিশেষ করে দুঃস্বপ্ন ঘুরেফিরে আজীবন আমাদের তাড়া করে বেড়ায়। স্বপ্নরা হয়ে যায় পরিচিত মানুষের মতোই।


বারবার দেখা হলে মনে হয়, আমাদের আগেও কখনো দেখা হয়েছে। এমনটা কেন ঘটে, তা নিয়ে মনোবিজ্ঞানে বহু ঘাঁটাঘাঁটি হয়েছে। এমনকি স্বপ্ন নিয়ে দাঁড়িয়ে গেছে অনেইরোলজি বা স্বপ্নবিজ্ঞান নামের আলাদা একটি শাখাও। এসব বিদ্যা থেকে ধার করে নিয়ে, ঘুমের মধ্যে মানুষ কেন একই স্বপ্ন বারবার দেখে, তা নিয়েই আজকের এই লেখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও