কাপড়ে চা পড়েছে? দাগ দূর করতে কী করবেন
সমকাল
প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১৭:০১
সকালে এক কাপ চা না খেলে অনেকের দিনই শুরু হয় না। আড্ডা হোক বা কোনও গুরুতর আলোচনা চা না থাকলে ঠিক যেন জমে না। কেউ কেউ দিনে দুই-তিন কাপ পর্যন্ত চা খান। অনেক সময় অসাবধনতাবশত হাত থেকে কাপড়ে চা পড়ে যায়। এতে দেখা দেয় বিপত্তি। চায়ের দাগ সহজে উঠতে চায় না। আর কাপড় যদি হয় সাদা, তাহলে তো কথাই নেই। এমন দাগ তুলতে ঘরোয়া কিছু উপায় অনুসরণ করতে পারেন।
কীভাবে তুলবেন কাপড়ের চায়ের দাগ-
ভিনেগার: আধা কাপ পানির সঙ্গে আধা কাপ ভিনেগার মিশিয়ে নিন। তারপর তা বোতলে রাখুন। সেই বোতলের পানি স্প্রে করে চায়ের দাগ পড়া জায়গায় লাগান। এভাবে ৫ থেকে ৭ মিনিট রাখুন। তারপর আবার স্প্রে করুন। এরপর কাপড় ডুবিয়ে নিন। দেখবেন দাগ চলে যাচ্ছে।