কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাড়িতে অ্যালোভেরা জেল বানানোর কৌশল

সমকাল প্রকাশিত: ৩১ মে ২০২৩, ১২:০১

আজকাল অনেকেই বাড়িতে অ্যালোভেরা গাছ লাগান। ত্বক এবং চুলের যত্নে অ্যালোভেরার তুলনা নেই। শুষ্ক ত্বক, ফাটা গোড়ালি, খুশকি থেকে মেদ ঝরানো—সব ধরনের সমস্যায় অ্যালোভেরা উপকারী। শরীরের কোথাও কেটে কিংবা পুড়ে গেলে অ্যালোভেরা জেল ব্যবহারে আরাম মেলে। অনেকেই বাজার থেকে কেনা সুগন্ধি দেওয়া জেল ব্যবহার করতে চান না। সেক্ষেত্রে বাড়িতেই তৈরি করতে পারেন এই জেল।


কীভাবে বানাবেন অ্যালোভেরা জেল-


১. প্রথমে গাছের মোটা দেখে পাতা বেছে নিন। এখন একটি পাত্রে পানি দিয়ে তার মধ্যে পাতাগুলি আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন।


২.অ্যালোভেরা গাছের পাতার দু’পাশে যে কাঁটা থাকে, ছুরির সাহায্যে তা লম্বা করে কেটে নিন। এবার ছুরি ব্যবহার করে পাতার মাঝখান থেকে লম্বা করে কেটে নিন।


৩. এখন চামচের সাহায্যে পাতার নির্যাস চেঁচে বের করে নিন। জেল বার করার সময়ে পাতার কোনও অংশ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।


৪. এ বার ব্লেন্ডারে পাতার নির্যাস দিয়ে ব্লেন্ড করে নিন।


৫. ব্লেন্ড করা হলে পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে ওই মিশ্রণ ছেঁকে নিন।


৬. চাইলে এর মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েলও যোগ করতে পারেন। এ বার কাচের বায়ুরোধী বোতলে এই জেল ভরে ফ্রিজে রেখে দিন।


৭. যেহেতু এই জেলের পুরোটাই প্রাকৃতিক, এতে কোনও রকম ‘প্রিজ়ারভেটিভ’ থাকে না, সে কারণে সপ্তাহখানেকের বেশি এই জেল রাখা ঠিক নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও