You have reached your daily news limit

Please log in to continue


‘বাংলা ভালো’

আমি সৈনিক, দেশমাতৃকার ভূখণ্ড রক্ষার্থে সদা জাগ্রত। কিন্তু এক সময় আমি সৈনিক ছিলাম না। মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে যখন যৌবনে পা রাখলাম, সেই যৌবন বয়স থেকেই আমারও শুরু। সময়টা ১২ নভেম্বর ২০০৫। ‘সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে’ মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে আমার পদচারণা শুরু। ৬ মাসের কঠিন প্রশিক্ষণ শেষে ২৬ এপ্রিল ২০০৬ তারিখে সৈনিক হিসেবে আমার জন্ম। সৈনিক হিসেবে যে মূলমন্ত্র, সে মূলমন্ত্র শুধু ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যেই সীমাবদ্ধ নয়, যা এখন বিস্মৃত সারা বিশ্বময়।

নতুন এক অভিজ্ঞতার মখোমুখি হতে যাচ্ছি। অবশেষে বিমানে উঠলাম, নির্দিষ্ট সময়ে আমাদের নিয়ে বিমান যাত্রা করল আফ্রিকার ভূ-স্বর্গ নামে খ্যাত আইভরি কোস্টের উদ্দেশে। বহনকারী বিমানটি যখন ভেসে চলল শূন্যে, ঠিক তখনই আমিও সঞ্চার করতে লাগলাম এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। বিমান ভ্রমণ বা মেঘের ওপর দিয়ে শূন্যে ভেসে চলা সত্যিই এক দারুণ অনুভূতি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন