তরুণ উদ্যোক্তারা কি অর্থনীতি বাঁচাতে পারবেন
অবিরাম বৃষ্টি আর প্রচণ্ড গরম আবহাওয়ার এ রকম চক্র আগে দেখা যায়নি। এই বৈরী আবহাওয়া ৩৪ বছর বয়সী খাদ্যপণ্যের উদ্যোক্তা সারাহ রুবেনকে দেশের দক্ষিণাঞ্চল ভ্রমণে বাধা তৈরি করতে পারেনি। ঠাসাঠাসি করে পাত্রভর্তি বিশাল একটি ব্যাগ নিয়ে তিনি নিজ শহর কিলিনোচির বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। একটি ভ্রাম্যমাণ ক্যাটারিং সার্ভিস পরিচালনা করেন সারাহ। জাফনা জেলায় অবস্থিত নিজ জন্ম শহরে একটি খাবারের দোকান রয়েছে তাঁর।
গত বছর সারাহ যখন তাঁর ব্যবসা শুরু করেছিলেন, তখন মাথায় ভুলেও এ ভাবনা উঁকি দেয়নি যে কলম্বোর কোনো আয়োজনে তিনি বিনিয়োগ করতে পারবেন। এ বছর কলম্বোয় বেসরকারি উদ্যোগে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় তিনি জুসের দোকান দিয়েছেন।
সারাহ বলছিলেন, ‘গত বছরের তুলনায় এ বছর উত্তর থেকে দক্ষিণের বাসভাড়া ভয়াবহ রকম বেড়ে গেছে। কিন্তু মানুষ আবার উদ্যাপন শুরু করে দিয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।