
সব দোষ সার্ভারের
বৃষ্টির দিনে ফুটপাতে দাঁড়িয়ে আছেন। সিএনজিচালিত অটোরিকশা তো দূরে থাক, কোথাও একটি রিকশাও নেই। তার ওপর বাসায় কোনো খাবার রান্না করা নেই; এই রাতে বাসায় ফিরে খাবেন কী। সমস্যার শেষ এখানে হলেও হতো; পকেটে দুই টাকার দুটি পুরোনো নোট ছাড়া একটি কড়িও নেই।
এত এত সমস্যার পরও মুখে স্বস্তির হাসি ধরে রেখে আপনি অপেক্ষা করছেন ফুটপাতেই। মুঠোফোন চেপে উবার ডেকেছেন; আর তিন মিনিট পরে গাড়ি এসে পৌঁছাবে। ফুডপান্ডায় রাতের খাবারের অর্ডার করে রেখেছেন। আপনি বাসায় গিয়ে পৌঁছাতে পৌঁছাতে খাবারও পৌঁছে যাবে। ক্যাশ টাকা লাগবে না, বিকাশে মূল্য পরিশোধ করে দিয়েছেন। বাসায় ফিরে গরম-গরম খাবার প্লেটে নিয়ে বসে নেটফ্লিক্স কিংবা চরকিতে দেখতে বসবেন পছন্দের টিভি সিরিজ।
- ট্যাগ:
- মতামত
- প্রযুক্তি
- স্মার্টফোন
- শিক্ষা