You have reached your daily news limit

Please log in to continue


আগামী ১৫ বছরে এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে তিন গুণ: বিমান প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করছে উল্লেখ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, আগামী ১৫ বছরে এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় তিন গুণ। সময়োপযোগী অবকাঠামোগত, কারিগরি ও জনদক্ষতা উন্নয়ন এবং আইন ও নীতি প্রণয়নের ফলে এই সফলতা এসেছে।

রোববার রাজধানীর একটি হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্যাডেট পাইলটদের যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে পাঠানো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ১০ বছরে বাংলাদেশের এভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এভিয়েশন সেক্টরের এই বিপুল প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে ও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে এভিয়েশন শিল্পের প্রতিটি পর্যায়ে আরও বেশি সংখ্যক প্রশিক্ষিত ও দক্ষ জনবল প্রয়োজন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন