এক বছরে ৯১ নারীর মৃত্যু
ময়মনসিংহের নান্দাইল উপজেলার পুরুইল গ্রামের মিনা বেগমের সন্তান হয় ময়মনসিংহ নগরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে। সন্তান হওয়ার তিন দিন পর ক্লিনিক থেকে ছুটি দিলে বাড়ি চলে যান মিনা বেগম। বাড়ি যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে উচ্চমাত্রায় খিঁচুনি শুরু হয়। তখন তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মিনা বেগমের মতো অনেকে প্রসবকালীন ও প্রসব-পরবর্তী জটিলতায় ভোগেন। চিকিৎসকেরা বলছেন, অনেক ক্ষেত্রে অন্তঃসত্ত্বা বা প্রসূতিকে একেবারে শেষ সময়ে হাসপাতালে নিয়ে আসা হয়। এসব ক্ষেত্রে মৃত্যুঝুঁকিও বেশি থাকে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ২০২২ সালে সন্তান জন্মদানের সময় ৯১ জন নারীর মৃত্যু হয়। চিকিৎসকেরা বলছেন, পরিবারের মানুষের সচেতনতার অভাবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
এ পরিস্থিতিতে আজ রোববার আন্তর্জাতিক নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে আগামীকাল সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে। এতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, উপপরিচালক ও চিকিৎসকেরা অংশ নেবেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- নিরাপদ মাতৃত্ব দিবস