
গণঅভ্যুত্থান স্মৃতিতে অগ্নিগর্ভ যাত্রাবাড়ী
সমাজের সব স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গড়ে তোলা তীব্র আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূরণ হচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।
রাজধানীর যাত্রাবাড়ী ও এর আশপাশের এলাকা ছিল অভ্যুত্থানের অন্যতম হটস্পট। এক মাসেরও বেশি সময়ের আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। জুলাই মাসে যাত্রাবাড়ীর আন্দোলনের তীব্রতা হাসিনা সরকারকে চরম চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। জুলাই অভ্যুত্থানের রক্তের বড় একটি অংশ ঝড়েছে অগ্নিগর্ভ এ যাত্রাবাড়ীতে। অভ্যুত্থানে শহীদদের একটি বড় অংশই এ যাত্রাবাড়ী ও আশপাশের এলাকার। শেষ দিন ৫ আগস্ট পুলিশের নৃশংসতায় অর্ধশতাধিক ছাত্র-জনতা জীবন দিয়েছেন যাত্রাবাড়ীতে। যাত্রাবাড়ীর রায়েরবাগ, শনির আখড়া, কাজলা ও আশপাশের বেশির ভাগ মানুষের কাছে গণঅভ্যুত্থানের স্মৃতি অমলিন।