
গাড়ির জানলা দিয়ে বেরিয়ে বাঁচতে চেয়েছিলেন বৈভবী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ মে ২০২৩, ২০:৪৯
হিমাচলে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে বের হতে গিয়ে মাথায় যে আঘাত বৈভবী উপাধ্যায় পেয়েছিলেন, সেটাই তার মৃত্যুর কারণ বলে জানিয়েছে পুলিশ।
গত বুধবার হিমাচল প্রদেশে পাহাড়ি রাস্তায় বাঁক নেওয়ার সময় গাড়ি খাদে পড়ে মারা যান ভারতীয় এই টিভি অভিনেত্রী।
কুলু এলাকার পুলিশ সুপার সে দিনের ভয়াবহ দুর্ঘটনার বিশদ বিবরণ দিয়েছেন বলে পিংকভিলা জানিয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, গাড়িটি খাদে পড়ে যাওয়ার মুহূর্তে জানলা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বৈভবী। এতেই তার মাথায় চোট লাগে। কোনো কিছুর সঙ্গে মাথা ঠুকে যায়।