
ভিসানীতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে যা বললেন খসরু
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১৭:১২
আগামী নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ভোট কারচুপির বিরুদ্ধে বড় ধরনের সংকেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলটির পররাষ্ট্রবিষয়ক কমিটির আহ্বায়ক আমির খসরু এ মন্তব্য করেন।
এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক শাামা ওবায়েদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন। এর আগে আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় একটি বৈঠকে যোগ দেন। সেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।