নির্বাচনে নারী প্রার্থী নেই ৩০ দলের
আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টিরই কোনো নারী প্রার্থী নেই—নির্বাচন কমিশনের পরিসংখ্যানে এমন চিত্রই উঠে এসেছে।
এই পরিসংখ্যান এক বিশাল ভারসাম্যহীনতা তুলে ধরছে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও প্রার্থী তালিকায় তাদের উপস্থিতি নগণ্য।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২ হাজার ৫৬৮ জন প্রার্থীর মধ্যে মাত্র ১০৯ জন অর্থাৎ মাত্র ৪ দশমিক ২৪ শতাংশ নারী। তাদের মধ্যে ৭২ জনকে বিভিন্ন দল মনোনীত করেছে, বাকিরা স্বতন্ত্র।
বড় ও ছোট বেশ কয়েকটি রাজনৈতিক দলও কেবল পুরুষ প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে। এতে করে পুরো রাজনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণ নিয়ে যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তা মূলত প্রতীকী ও সীমিত—নারী অধিকারকর্মীদের এমন অভিযোগই আরও জোরালো হয়ে উঠেছে।
বিএনপিসহ কোনো দলই ১০ জনের বেশি নারীকে মনোনয়ন দেয়নি, যা অন্তর্ভুক্তির এসব উদ্যোগ কতটা সীমিত ও প্রতীকী—তা স্পষ্টভাবে তুলে ধরছে।