‘পেঁয়াজের ভান্ডারে’ এখন দুই লাখ টন মজুত আছে
প্রথম আলো
প্রকাশিত: ২৫ মে ২০২৩, ১২:০৫
দেশে ‘পেঁয়াজের ভান্ডার’খ্যাত পাবনার সুজানগর ও সাঁথিয়া উপজেলার হাটগুলোতে গত রোববার প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে ৫৮ থেকে ৬৩ টাকায় বিক্রি হয়েছে। এক দিন পর সোমবার পেঁয়াজের কেজিপ্রতি দাম ১০ টাকার মতো বেড়ে ৬৭ থেকে ৭৩ টাকায় উঠে যায়। তবে ‘দাম না কমলে পেঁয়াজ আমদানি করা হবে’ বলে বাণিজ্যমন্ত্রী হুঁশিয়ারি দেওয়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করে। কিন্তু দাম আবার বাড়তে শুরু করেছে।
সুজানগর ও সাঁথিয়া উপজেলার কৃষি কর্মকর্তা যথাক্রমে রাফিউল ইসলাম ও সঞ্জীব কুমার গোস্বামীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার পর্যন্ত পাবনায় কৃষকদের কাছে ২ লাখ ৬ হাজার টন পেঁয়াজ মজুত রয়েছে। এর মধ্যে সুজানগরে ১ লাখ ২৭ হাজার ৫০০ টন এবং সাঁথিয়ায় ৭৮ হাজার ৫০০ টন। এই পেঁয়াজে দেশের চাহিদার একটা বড় অংশ পূরণ হবে জানিয়ে দুই কর্মকর্তা ভোক্তাদের শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- পেঁয়াজ
- মজুত