![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2023March%2Fwest-20230523122844.jpg)
পশ্চিমবঙ্গে আবারও বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ১
পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের ‘বেআইনি’ বাজি কারখানায় একের পর এক বিস্ফোরণ ঘটেই চলেছে। মঙ্গলবারও (২৩ মে) মালদহ বাজি কারখানার গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার মালদহের ইংরেজবাজার পৌরসভার নেতাজি পুরবাজার এলাকায় একটি বাজি কারখানার গুদামে ভয়াবহ এ বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় গুদামটিতে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে থাকা বেশ কয়েকটি দোকানে। দোকানগুলোর ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়রা। এর পরপরই শুরু হয় পর পর বিস্ফোরন, কেঁপে ওঠে গোটা এলাকা।