কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এশিয়া কাপ নিয়ে নীরব কেন বিসিবি

প্রথম আলো প্রকাশিত: ২২ মে ২০২৩, ১৩:০৫

এশিয়া কাপ নিয়ে কিছু না কিছু বলে প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনাম হচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি। তাঁর সব কথার সারবত্তা অবশ্য মোটামুটি একই এবং তা হলো, এশিয়া কাপ নিয়ে আয়োজক হিসেবে পিসিবির প্রস্তাব সবাইকে মেনে নিতে হবে।


‘সবাই’ না বলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বলাই ভালো। যেকোনো ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্ব ক্রিকেটেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। তার ওপর সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়ে এই দুই দেশের মধ্যে ম্যাচের আগে চলছে আরেক ‘ম্যাচ’, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সমস্যায় ভারত পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ খেলবে না বলার পর যার শুরু। এ বিষয়ে সর্বশেষ পরিস্থিতিটাও বেশ পুরোনো। ভারতকে খেলাতে এশিয়া কাপের জন্য একটা ‘হাইব্রিড মডেল’ প্রস্তাব করেছে পিসিবি। সে মডেল অনুযায়ী টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো হবে কোনো নিরপেক্ষ ভেন্যুতে। গতকাল জানা গেছে সেটি দুবাই। পিসিবির প্রস্তাবের সারমর্ম—ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। বাকি ম্যাচগুলোর ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও