
কখন ওয়ানডে থেকে অবসর নেবেন, জানালেন রোহিত
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১২ মে ২০২৫, ১১:৩২
২০২৪ সালের জুনে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। এরপর গেল কয়েকদিন আগে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান ‘হিটম্যান’ খ্যাত ভারতীয় ডানহাতি ব্যাটার।
টেস্ট অবসর ঘোষণা করে দেওয়া সোস্যাল মিডিয়া পোস্টে রোহিত জানান, তিনি ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন। তবে কতদিন ৫০ ওভারের ফরম্যাটে খেলবেন, সেটি জানাননি। যে কারণে ভক্তদের কৌতূহল থেকেই যায়।
রোহিতের বর্তমান মানসিকতা বিবেচনায় বোঝাই যাচ্ছে যে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে চোখ রয়েছে তার। যদিও রোহিত নিজে কী চাইছেন সেটা বড় কথা নয়, বিসিসিআই তথা জাতীয় নির্বাচকরা রোহিতকে নিয়ে কী ভাবছেন, সেটাই গুরুত্ব পায় সবার আগে।