
এখনই ‘চ্যাম্পিয়ন নয়’ বার্সেলোনা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১২ মে ২০২৫, ১১:৩৩
শিরোপা পুনরুদ্ধারের পথে শেষ বাধাটি দূর হয়েছে বলেই ধরে নেওয়া যায়। রেয়াল মাদ্রিদকে হারানোর পর ট্রফিতে হাত রেখেই ফেলেছে বার্সেলোনা। এখন কেবল তা উঁচিয়ে ধরার ব্যাপার। তবু ভীষণ সাবধানী কোচ হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ মনে করিয়ে দিলেন, ফুটবল খেলায় শেষের আগে শেষ বলে কিছু নেই।
রেয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে থেকে ক্লাসিকোয় নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠে রোববার ৪-৩ গোলের জয়ে কাতালানরা এখন এগিয়ে সাত পয়েন্টে।
লিগের বাকি আছে আর তিন ম্যাচ। শিরোপা নিশ্চিত করতে বার্সেলোনার প্রয়োজন স্রেফ দুই পয়েন্ট। এমনকি পরের ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামার আগেই ফ্লিকের দল চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, যদি বুধবার রেয়াল মায়োর্কার কাছে হেরে যায় রেয়াল মাদ্রিদ।
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়ন
- বার্সেলোনা