You have reached your daily news limit

Please log in to continue


লা লিগায় ৩ মিনিট ৫৭ সেকেন্ডে ভাঙলো ৮৪ বছরের ইতিহাস

‘এটা এমন একটা দিন, যেদিন মনে হলো বল যেন বারবার আমার পায়ের সামনে এসেই পড়ছে। নিজের সাবেক ক্লাব রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চার গোলের ম্যাচ শেষ করে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেকজান্দার সরলথ। অবশ্য পায়ের কাছে চলে আসা বলগুলোকে গোলে পরিণত কৃতিত্বটা তারই। 

সতীর্থদের বাড়ানো বলগুলোর মান রেখেছেন সরলথ। ম্যাচে ৩০ মিনিটের মাঝেই করেছেন ৪ গোল। হ্যাটট্রিক করেছেন ম্যাচের ১০ মিনিট ৪৬ সেকেন্ডের মাথায়। দুই দিক থেকেই গড়েছেন ইতিহাস। লা লিগার পরিসংখ্যানের খাতাটা সরলথের কল্যাণেই গতকাল রাতে বদলেছে আরও একবার। 

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ ম্যাচটা জিতেছে ৪-০ গোলে। সবগোলই এসেছে সরলথের পা থেকে। ম্যাচের ৭ম, ১০ম এবং ১১তম মিনিটে করেছেন গোল। হ্যাটট্রিকের জন্য সময় নিয়েছেন মোটে ৩ মিনিট ৫৭ সেকেন্ড। এটাই লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকের নতুন রেকর্ড। মাত্র ৩ মিনিট ৫৭ সেকেন্ডের ব্যাবধানে গোল তিনটা করেছে নরওয়েজিয়ান তারকা। 

এর আগে রেকর্ড ছিল দুজনের। ৮৪ বছর আগে, ১৯৪১ সালে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ভ্যালেন্সির এডমুন্ডো সুয়ারেজ এবং তারও আগে ১৯২৯ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্পোর্টিং ক্লাব ইউরোপার বেসতিত ৭ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন