
তিনজনকে হত্যার পর পুলিশের গুলিতে কিশোর নিহত
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে এক কিশোরের এলোপাতাড়ি ছোড়া গুলিতে তিনজন নিহত হয়েছেন। হামলাকারীও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্যসহ অন্তত নয়জন।
সোমবার (১৫ মে) অঙ্গরাজ্যটির ফার্মিংটন শহরে ঘটেছে।নিউ মেক্সিকো রাজ্যে একটি গির্জার বাইরে পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে গুলি করার আগে সে তিনজনকে হত্যা করে।পুলিশের উপ-প্রধান ব্যারিক ক্রাম সংবাদ সম্মেলনে বলেন, গুলি চালানোর ঘটনায় একাধিক ব্যক্তি জরুরি নম্বরে টেলিফোন করেন। পরে চার পুলিশ কর্মকর্তা ওই বন্দুকধারীকে ঠেকাতে সমর্থ হন।