গ্যাস সরবরাহ বেড়েছে, কমেনি লোডশেডিং
ঘুর্ণিঝড় ‘মোকা’র কারণে এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত শনিবার থেকে দেশে চরম গ্যাস সংকট শুরু হয়৷ গ্যাস স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন কমে যায়। এতে তীব্র হয় লোডশেডিং। তবে সোমবার গভীর সমুদ্রে থাকা একটি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ শুরু হয়। এতে গ্যাসের সরবরাহ বেড়েছে। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের সরবরাহ না বাড়ায় লোডশেডিং এখনও কমেনি।
ঘুর্ণিঝড় ‘মোকা’র কারণে গত ১২ মে রাত ১১টা থেকে গভীর সমুদ্রে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে চট্টগ্রাম ও কুমিল্লায় গ্যাসের তীব্র সংকট দেখা দেয়, যা এখানও চলছে। গ্যাসের অভাবে চট্টগ্রাম, ঘোড়াশাল, মেঘনাঘাট, হরিপুর ও সিদ্ধিরগঞ্জের গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রেগুলোর উৎপাদন একেবারে কমে যায়। সোমবার একটি টার্মিলাল থেকে এলএনজি সরবরাহ শুরু হলেও কেন্দ্রগুলোর উৎপাদন শুরু হয়নি। কারণ পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে না৷ মঙ্গলবার এ কেন্দ্রগুলো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি এলএনজি টার্মিনালের পাইপলাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। এটি মেরামতে সময় লাগবে।