কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দুই হাত হারানো বাহারকে নিয়োগপত্র দিলেন আইসিটি প্রতিমন্ত্রী

দুই হাত হারানো অদম্য তরুণ বাহার উদ্দিন রায়হানের জন্য আজ অন্যরকম একটি দিন! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের (পিএমআইএস) ‘প্রশিক্ষণ সমন্বয়ক’ পদে তার চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রতিমন্ত্রী। আইসিটি বিভাগের এনহান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্পের সব প্রশিক্ষণে সমন্বয় করার জন্য তাকে এই নিয়োগপত্র দেওয়া হলো। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সম্মেলন কক্ষে নিয়োগপত্রটি তার হাতে তুলে দেওয়া হয়।

সোমবার (১৫ মে) আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাহার উদ্দিন কক্সবাজারের চকরিয়ার লক্কারচরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ২০০৪ সালের ৩০ অক্টোবর তার বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটিতে বসানো ট্রান্সফরমারে একটি ছোট্ট পাখি ঢুকে পড়ে। পঞ্চম শ্রেণির ছাত্র বাহার সেই পাখি দেখতে যান। বৈদ্যুতিক তারে হাত দিতেই ঝলসে যায় দুই হাত। সেই থেকে তার এক হাত নেই, আরেক হাত আছে কনুই পর্যন্ত। মুখে কলম আটকে কনুইয়ের সাহায্যে পরীক্ষা দিয়ে এসএসসি, এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর পাস করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন