ত্বকের যত্নে তরমুজ ব্যবহার করবেন কেন?
ফলের সংস্পর্শেই ত্বক থাকবে প্রাণবন্ত। আর গ্রীষ্মকাল মানেই বিভিন্ন ফলের ছড়াছড়ি। এসব ফল কাজে লাগাতে পারেন রূপচর্চায়। ত্বকের ক্লান্তি ও তেলতেলে ভাব দূর করতে তরমুজের জুড়ি নেই। জেনে নিন কীভাবে ও কেন ত্বকে তরমুজ ব্যবহার করবেন।
ত্বক হাইড্রেটেড রাখতে সাহায্য করে
এই ফলে পানির পরিমাণ থাকে অনেক বেশি। এছাড়া ভিটামিন এ, সি এবং ই, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যামাইনো অ্যাসিড রয়েছে এতে। ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে তরমুজ। ফেস মিস্ট বানিয়ে নিন তরমুজ দিয়ে। তরমুজের রস ছেঁকে স্প্রে বোতলে নিয়ে ফ্রিজে রেখে দিন। মুখে এই ফেস মিস্ট ব্যবহার করুন।
ডার্ক সার্কেল দূর করে
তরমুজের রসে তুলার বল ভিজিয়ে চোখের উপর দিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ত্বক উজ্জ্বল রাখে
ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে তরমুজ। তরমুজে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। তরমুজের রসে চিনি ও কয়েক ফোঁটা নারিকেল তেল মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে কিছুক্ষণ ঘষুন। এছাড়া তরমুজের রস বরফ বানিয়ে ত্বকে ঘষুন। রক্ত সঞ্চালন বাড়বে ও ত্বক উজ্জ্বল থাকবে।
ঠোঁট সুন্দর রাখতে
তরমুজের রসের সঙ্গে ব্রাউন সুগার ও নারিকেল তেল মিশিয়ে ঠোঁটের উপর স্ক্রাব করুন। তারপর হালকা গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন। ঠোঁটের মরা চামড়া উঠে যাবে ও গোলাপি হবে ঠোঁট।
- ট্যাগ:
- লাইফ
- তরমুজ
- ত্বকের যত্ন