২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত রাশিফল

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:২৯

রাশি অনুযায়ী এই সপ্তাহ কেমন যেতে পারে জেনে নিন।


পাশ্চাত্য রাশিচক্রমতে চন্দ্র ও অন্যান্য গ্রহগত অবস্থানের ওপর ভিত্তি করে চলতি সপ্তাহের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা জানাচ্ছেন জ্যোতিষশাস্ত্র বিশেষজ্ঞ ড. গোলাম মাওলা।


মেষ রাশি (২১ মার্চ – ১৯ এপ্রিল) সপ্তাহের শুরুতে কারও কারও জন্য ভ্রমণ ক্লন্তিকর হতে পারে। তবে সঙ্গী প্রেম ও সংবেদনের একট আলাদা পৃথিবীতে রাজত্ব করাতে পারে। প্রযুক্তি কেন্দ্রিক চাকুরিজীবীরা এ সময় বিদেশ থেকেও কোনো ডাক পেতে পারেন। সপ্তাহের মাঝদিকে এমন ব্যক্তির সঙ্গে সংযুক্ত হোন যারা প্রতিষ্ঠিত ও ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে। আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনাকে সাহায্য করবে। সপ্তাহের শেষদিকে খরচ বাড়বে। কিন্তু আয়ের উৎস বিলগুলো তত্ত্বাবধান করবে। অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন।


বৃষ রাশি (২০ এপ্রিল – ২০ মে) সপ্তাহের শুরুতে জীবনের একটি সংকটময় বা বিশেষ উল্লেখযোগ্য সময। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা আছে। বাস্তব সংসার অপেক্ষা আত্মার গভীর রহস্যেই আপনার মনকে টানবে বেশি। দর্শন ও বিজ্ঞানের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করবেন। সপ্তাহের মাঝদিকে কর্মক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে। আর অবিরাম কাজ করতে হবে। প্রযুক্তি কেন্দ্রিক পেশাদাররা সাহস প্রমাণ করার সুযোগ পাবেন। সপ্তাহের শেষদিকে হৃদস্পন্দন সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমের সঙ্গীতে মেতে উঠবেন। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আছে।


মিথুন রাশি (২১ মে – ২০ জুন) সপ্তাহের শুরুতে বুঝতে পারবেন জীবন সঙ্গী স্যাকারিনের চাইতে মিষ্টি। নবীন ব্যবসায়ীরা ধৈর্য্য ও আস্থা রাখুন। নিজের কাজের ওপর সাফল্য অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। কোনো ঝগড়াটে ব্যক্তির সঙ্গে বিবাদ আপনার মেজাজ খারাপ করতে পারে। চলাচলে সাবধান হোন। সপ্তাহের মাঝদিকে যে সব শিক্ষার্থীরা শিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছেন তারা তাদের পছন্দের স্কুল কলেজে ভর্তির সুযোগ পাবেন। সপ্তাহের শেষ দিকে বিশ্রামের সময় স্বল্প যেহেতু স্থগিত কাজগুলো ব্যস্ত করে রাখবে। ক্যারিয়ারের ক্ষেত্রে সুখবর আসতে চলেছে।


কর্কট রাশি (২১ জুন – ২২ জুলাই) সপ্তাহের শুরুতে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন সু্স্থ থাকতে নিয়মিত হেল্থ ক্লাবে যান। অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো মন দখল করে রাখতে পারে। খুশিতে ভরা একটি সময় যখন সঙ্গী আনন্দ দিতে চেষ্টা করবে। ব্যবসায়ের জন্য সময়টি অসাধারণ বলে আশা করা যায়। সপ্তাহের মাঝদিকে ব্যবহার নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। যেহেতু এটি সম্পর্ককে চিরস্থায়ীভাবে নষ্ট করতে পারে। জিহ্বাকে সংযত করতে হবে। যাতে বয়স্ক গুরুজনদের অভিমানের আঘাত না লাগে। সপ্তাহের শেষদিকে সফর করা আনন্দদায়ক ও লাভজনক হবে। বিদেশি বাণিজ্যের সাথে যুক্তরা অপ্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা যাচ্ছে।



সিংহ রাশি (২৩ জুলাই – ২২ অগাস্ট) সপ্তাহের শুরুতে তীব্র আবেগ আপনার খারাপ করতে পারে। বিশেষ করে যখন ভালোবাসার মানুষটিকে আপনার প্রতি বেশি বন্ধুত্বপূর্ণ দেখবেন। আপনার ও পরিবারের স্বাস্থ্যের কথা চিন্তা করে বাইরে খাবারর এড়িয়ে চলতে হবে। সপ্তাহের মাঝদিকে সঙ্গীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরমমাত্রায় পৌঁছাবেন। ব্যবসায়ের অংশীদাররা সহায়ক আচরণ করবে। আর অসমাপ্ত কাজ শেষ করার জন্য একসঙ্গে কাজ করবেন। সপ্তাহের শেষদিকে আঘাত এড়ানোর জন্য চলাচলের সময় বিশেষ যত্ন নিন। কিছু আঘাতের সম্মুখীন হলে চরম সাহস ও শক্তি প্রদর্শন করুন।


কন্যা রাশি (২৩ অগাস্ট – ২২ সেপ্টেম্বর) সপ্তাহের শুরুতে কাজে সম-মানসিকতার বন্ধুদের সাহায্য নিন। তাদের সময়োচিত সাহায্য গুরুত্বপূর্ণ ও লাভদায়ক হবে। সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান। একে অপরকে ভালো করে জানা ও বোঝার জন্য প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন। সপ্তাহের মাঝদিকে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো মন দখল করে রাখতে পারে। নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন। কারণ খালি মস্তিষ্ক হল শয়তানের কারখানা। সপ্তাহের শেষদিকে মনে হতে পারে বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে। তবে উত্তেজনা খুঁজে নিন। খুশিতে ভরা সময় যখন স্বামী/ স্ত্রী/ সঙ্গী আনন্দ দিতে চেষ্টা করবে।


তুলা রাশি (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর) সপ্তাহের শুরুতে মূল্যবান উদ্যোগে চুক্তিবদ্ধ হওয়াতে বিচক্ষণতার ব্যবহার করুন। ঘরে উৎসবের বার্তা বরণ আপনার উত্তেজনা কম করবে। নিশ্চিত করুন যে আপনিও নীরব দর্শক না হয়ে এতে অংশগ্রহণ করছেন। সপ্তাহের মাঝদিকে প্রেমের সব সময়ই গভীর ভাবপূর্ণ ও আপনি এই অভিজ্ঞতা লাভ করবেন। প্রেমে আপনার মস্তিষ্ক ব্যবহার করুন। যেহেতু ভালোবাসা সর্বদাই অন্ধ হয়। সপ্তাহের শেষদিকে আপনার সঙ্গ বিচ্যুতির ফলে হাসির কোনো অর্থ নেই। হাসির কোনো শব্দ নেই। হৃদস্পন্দন করতে ভুলে গেছেন- নিজের স্বাস্থ্য সম্পর্কে যত্নবান হোন।


বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর – ২১ নভেম্বর) সপ্তাহের শুরুতে কমিশনের ভিত্তিতে বা রয়্যালটি থেকে লাভ পাবেন। পরিবারসহ কোনো নিকট আত্মিয়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করতে পারেন। আর এটি অবশ্যই ভালো সময়। সপ্তাহের মাঝদিকে কারও কারও জন্য পরিবারের নতুন সদস্য আগমন উৎসবের ও অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দমুখর সময়। সপ্তাহের শেষদিকে মনকে ভালোবাসা, আশা, বিশ্বাস, সহানুভূতি, আশাবাদ ও বিশ্বস্তরতার মতো ইতিবাচক অনুভূতি গ্রহণে উৎসাহিত করুন। প্রেমে যন্ত্রণার মুখোমুখি হওয়া সম্ভাবনা রয়েছে।


ধনু রাশি (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর) সপ্তাহের শুরুতে আত্ম করুণায় নিয়োজিত হয়ে মুহূর্তটি নষ্ট করবেন না। বরং জীবনের শিক্ষা থেকে জানার ও প্রয়োগের চেষ্টা করুন। আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লভ্যাংশ প্রদান করবে। সপ্তাহের মাঝদিকে কোনো আত্মীয়ের কাছ থেকে অপ্রত্যাশিত খরব সময়টি উজ্জ্বলতর করে তুলবে। তবে কোনো অতীতের খারাপ ঘটনার বিষয়ে কথা বলা এড়িয়ে চলুন। কারণ এটি একটি অপ্রীতিকর অবস্থা তৈরি করতে পারে। সপ্তাহের শেষদিকে উপরি টাকা জমি বাড়িতে বিনিয়োগ করা উচিত।


মকর রাশি (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি) সপ্তাহের শুরুতে সম্ভবত বেশি খরচ করলে অথবা মানিব্যাগ অন্যস্থানে রাখলে অসর্তকতার কারণে কিছু লোকসান নিশ্চিত হবে। অসাধারণ প্রচেষ্টা ও পরিবারের সদস্যদের সময় মতো সমর্থনের ফলে কাজের পরিবেশ ভালো দিক পরিবর্তন হতে পারে। সপ্তাহের মাঝদিকে কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে। কিছু নির্দিষ্ট পরিকল্পপনা গৃহীত হওয়াতে নতুন লক্ষ্য এনে দেবে। বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে। সপ্তাহের শেষদিকে মন ভীষণ পরিবর্তনশীল কর্ম চঞ্চল। খুব বেশি কৌতুহল বোধ করতে পারেন। বহু বিষয়ে জানার আগ্রহ আত্মীয় স্বজনের অত্যন্ত প্রিয়পাত্র হবেন।


কুম্ভ রাশি (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুতে নিজের ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের পরিকল্পনা করতে সময়টি কাজে লাগাতে পারেন। অন্যদের ওপর ব্যয় করতে পছন্দ করবেন, ফলে অর্থ ব্যয় মনকে নিরানন্দ করবে। সপ্তাহের মাঝদিকে সীমাহীন সৃজনশীলতা ও উদ্যম আরেকটি লাভজনক সময়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। লক্ষ্যপূরণে দুর্দান্ত সুযোগ পাওয়ার পক্ষে অত্যন্ত ভালো সময়। সপ্তাহের শেষদিকে একটা অনুকূল সময় আর যে কোনো লেনদেনের মধ্যে দিয়েই লাভ অর্জন করবেন। উচিত হচ্ছে দ্রুত ওঠানামা করে এমন কোনো ব্যবসা করা।


মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) সপ্তাহের শুরুতে কর্মক্ষেত্র বেশ অনুকূল হবে। কারণ আপনি দুর্দান্ত পর্যবেক্ষণ ও বিশ্লেষণাত্ম দক্ষতা অর্জন করবেন যা ক্যারিয়ারে অগ্রগতিতে সাহায্য করবে। ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিক দেখতে পাবেন। উপলব্ধি করতে পারবনে সঙ্গী আপনাকে কতটা ভালোবাসে। সপ্তাহের মাঝদিকে আকস্মিক অপ্রত্যাশিত খরচ আর্থিক চাপ প্রয়োগ করতে পারে। আর্থিক সীমাবদ্ধতা এড়াতে বাজেটে আটকে থাকুন। অপ্রয়োজনীয় ভাবনায় শক্তি ক্ষয় না করে একে সঠিক দিশা দিন। সপ্তাহের শেষদিকে ফেলে রাখা সমস্যাগুলো শিগগিরই সমাধান করা প্রয়োজন। আপনি জানেন যে আপনাকে কোথাও হতে শুরু করতে হবে। কাজেই ইতিবাচক ভাবুন আর এখন থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও