You have reached your daily news limit

Please log in to continue


চারদিনের সফরে রাষ্ট্রপতি পাবনা যাচ্ছেন আজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন আজ সোমবার (১৫ মে)। সকালে তিনি পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি সোমবার সকালে চারদিনের সফরে পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন। সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন এবং সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।

গত ২৪ এপ্রিল শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তার প্রথম সফর। তার পাবনা সফর উপলক্ষে এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তিনি জানান, স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন