কুয়াকাটায় শান্ত সমুদ্র, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে না মানুষ

বাংলা ট্রিবিউন কুয়াকাটা প্রকাশিত: ১৪ মে ২০২৩, ১৫:২৯

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলীয় অঞ্চলে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব নেই। এতে আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছে না মানুষ। শনিবার (১৩ মে) রাতে ১ হাজার ২০ জন মানুষ কলাপাড়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাত কাটায়। তবে দিনে কেউ আশ্রয়কেন্দ্রে যায়নি। আবাসিক হোটেল-মোটেলগুলো আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা দিলেও রাতে সেখানে কেউ রাত কাটায়নি।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলাপাড়া উপজেলার ১৭৫টি সাইক্লোন শেল্টার ও ১৯টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হলেও রবিবার (১৪ মে) সকাল পর্যন্ত তার প্রভাব পড়েনি। শনিবার মধ্যরাত থেকে কুয়াকাটার উপকূলে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। উপকূলের আকাশ থমথমে মেঘাচ্ছন্ন থাকলেও ঝড়ো বাতাস নেই। সমুদ্র এখন শান্ত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও