পটুয়াখালীতে ৮ নম্বর বিপদ সংকেত, নেই কোনো সচেতনতা
ঘূর্ণিঝড় মোখা পটুয়াখালী উপকূলের দিকে ধেয়ে আসছে। ইতোমধ্যে আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছে। কিন্তু এরপরও জনমনে নেই কোনো সচেতনতা।
সমুদ্র সৈকত কুয়াকাটার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এখনো বসবাস করছেন হাজার হাজার মানুষ। প্রতিবছর ঘূর্ণিঝড়ের আভাস থাকায় জনমনে নেই কোনো সচেতনতা। এদিকে আবহাওয়া অধিদপ্তরের ১৫ নম্বর বিজ্ঞপ্তিতে জানানো হয়, পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে ঘূর্ণিঝড় মোখা অবস্থান করছে।