ঘূর্ণিঝড় মোখা: ভোলায় নদী পাড়ের মানুষ সরাতে মাইকিং, প্রস্তুত আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় মোখার প্রভাব মোকাবেলায় ভোলা জেলার সাত উপজেলায় প্রস্তুত রাখা হয়েছে ৭৪৬টি আশ্রয়কেন্দ্র এবং ছয়টি মুজিব কিল্লা।
একই সঙ্গে আটটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে বলে শনিবার জানিয়েছেন জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী।
তিনি বলেন, দুর্গত মানুষকে সেবা দিতে তৈরি রয়েছে ৯৩টি মেডিকেল টিম। এ ছাড়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ১৩ হাজার ৬০০ সদস্য ও রেড ক্রিসেন্টের প্রায় ৫ হাজার স্বেচ্ছাসেবককেও প্রস্তুত রাখা হয়েছে।
বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় ১১ জেলার জন্য ৮ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হয়েছে।