সিত্রাংয়ের স্মৃতি মাথায় রেখে মোখার আগে প্রস্তুতি চট্টগ্রামে
মাত্র সাত মাস আগে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঘর-জাল সব খুইয়েছেন চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাট এলাকার জেলেরা। এবার তাই আগেভাগেই প্রয়োজনীয় সরঞ্জাম নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন তারা।
শুক্রবার স্থানীয় প্রশাসন ও একাধিক স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা সতর্কতামূলক প্রচার চালাতে গিয়ে এমন চিত্রই দেখতে পেয়েছেন।
নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, কাট্টলী রাণী রাসমনি ঘাট ও আকমল আলী ঘাট এলাকায় সাগর তীরে কয়েকশ জেলে পরিবারের বসবাস।
গত অক্টোবরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে আকমল আলী ঘাট এলাকায় বেড়িবাঁধের নিচে সাগর তীরের খোলা অংশে থাকা প্রায় দুই শতাধিক ঘর জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়। তলিয়ে যায় জাল, ভেঙে যায় মাছ ধরার নৌকা।