কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঘূর্ণিঝড় মোখা: চার সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত

চ্যানেল আই বঙ্গোপসাগর প্রকাশিত: ১১ মে ২০২৩, ০৯:২৪

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থান করা নিম্নচাপটি আজ ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে রোববার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের চারটি সমুদ্র বন্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরতে বলা হয়েছে সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে।


আবহাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে অবস্থান করছে।


সর্বশেষ তথ্য মতে, নিম্নচাপটি বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৪শ’২০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। একই সাথে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৩শ’৪০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৪শ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৩শ৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে আজ উত্তর, উত্তর-পশ্চিম দিকে এবং পরে দিক পরিবর্তন করে উত্তর-উত্তরপূর্ব দিকে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও