অটোরিকশাচালক রনি হোক সবার অনুপ্রেরণা

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৯ মে ২০২৩, ০৭:৩৫

প্রকৃতি ও পরিবেশ বিনষ্ট হয়ে যাচ্ছে, এ নিয়ে আমাদের আফসোসের শেষ নেই। যাঁরা এর রক্ষাকারী, তাঁদের দায়িত্বে অবহেলার বিষয়টি প্রতিনিয়ত সংবাদমাধ্যমে উঠে আসে। তবে এটি শুধু সরকারি সংস্থার একার দায়িত্ব নয়। এ কাজে এগিয়ে আসতে হবে মানুষকেও। নদী, গাছপালা, পশুপাখি—সব এ প্রকৃতিরই অংশীদার। এখানে সচেতন মানুষের দায় বেশি হলেও বরাবরই তাঁরা থাকেন পিছিয়ে। তাঁদের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একজন অটোরিকশাচালক রনি হতে পারেন দারুণ অনুপ্রেরণা।


রনি এক পাখি বিক্রেতার কাছ থেকে মাছরাঙার চারটি ছানা উদ্ধার করেছেন। ঘটনা হিসেবে ছোট হলেও এর তাৎপর্য বড়ই বলতে হবে। মাত্র চারটি পাখির ছানাকে উদ্ধার করতে রনির যে ঐকান্তিক প্রচেষ্টা, তা আমাদের মুগ্ধ করে। প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, রনি গত শনিবার যাত্রী নিয়ে শ্রীমঙ্গলের নন্দরানী চা-বাগানে গিয়েছিলেন।


সেখান থেকে ফেরার পথে নন্দরানী চা-বাগানের রাস্তার পাশে মাছরাঙার ছানা বেচাকেনার দৃশ্য তাঁর চোখে পড়ে। পাখিগুলোকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানালেও পাখি বিক্রেতা রাজি হননি। এতেও তিনি দমে যাননি। ছানাগুলোকে উদ্ধারের জন্য নিজের পকেটে থাকা ৪০০ টাকা দিয়ে রনি পাখিগুলো কিনে নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও