আরাভ খানের অস্ত্র মামলায় যুক্তিতর্ক শেষ, রায় ৯ মে
রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে অস্ত্র মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। ৯ মে রায়ের দিন ঠিক করেছেন আদালত। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১৪–এর বিচারক মুর্শিদ আহমেদ আজ রোববার রায়ের জন্য এই দিন রাখেন। ওই আদালতের বেঞ্চ সহকারী আবুল কাশেম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঁচ বছর আগে ঢাকায় এক পুলিশ পরিদর্শককে হত্যার আসামি রবিউল ইসলাম নাম পাল্টে আরাভ খান পরিচয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আছেন। সম্প্রতি সেখানে একটি স্বর্ণালংকারের দোকান উদ্বোধন করে আলোচনায় আসেন তিনি।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ জানুয়ারি অস্ত্রসহ গ্রেপ্তার হন রবিউল ইসলাম। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রমনা থানায় অস্ত্র আইনে মামলা করে। আরাভ খানের বিরুদ্ধে ওই বছর ১০ মে আদালত অভিযোগ গঠন করেন। একই বছরের ২৪ জুন উচ্চ আদালত থেকে জামিন নেন রবিউল। তবে আদালতে হাজির না হওয়ায় ২০১৮ সালের ১৮ জানুয়ারি আদালত তাঁর জামিন বাতিল করেন।