কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে রাজতন্ত্র বিরোধীদের বিক্ষোভ

চ্যানেল আই যুক্তরাজ্য / ইংল্যান্ড প্রকাশিত: ০৭ মে ২০২৩, ০৯:৩২

যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের দিন লন্ডনে বিক্ষোভ করেছেন রাজতন্ত্র বিরোধীরা। ‘আমার রাজা নয়’ লেখা সম্বলিত টি-শার্ট পরে বিক্ষোভে অংশ নিয়েছেন অনেকে। বিক্ষোভের সময় অন্তত ৫২ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে রয়েছেন রিপাবলিকের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও।


চার্লসের রাজ্যাভিষেকের আগ মুহূর্তে ট্রাফালগার স্কয়ারে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা।


বিক্ষোভকারীরা বলছেন তারা শান্তিপ্রিয় ভাবেই নিজেদের আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ এসে বাঁধা দেয়।


প্রধান নির্বাহীকে আটক করার পর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে রিপাবলিক। পুলিশ জানিয়েছে, রাজ্যাভিষেকের জন্য নির্ধারিত পথে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে পারেন এমন সন্দেহের ভিত্তিতে ৬ জনকে আটক করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও