
রাশিয়ার চোখ রাঙানির মাঝেই নেদারল্যান্ডসে ইউক্রেনের প্রেসিডেন্ট
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বেশ কিছুদিন অন্তত প্রকাশ্যে দেশ ছাড়েননি। ফলে তাঁর ব্যতিক্রমী ওয়াশিংটন সফর বিশেষ নজর কেড়েছিল। বর্তমানে তিনি সহজেই পূর্বঘোষিত সফরে দেশ ছাড়ছেন। এমনকি রাশিয়ার তর্জনগর্জন বাড়লেও তা পাত্তা দিচ্ছেন না তিনি।
বুধবার (৩ মে) জেলেনস্কি ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নর্ডিক দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সশরীরে বৈঠক করেন। তাঁরা যত দিন প্রয়োজন ইউক্রেনকে সহায়তার অঙ্গীকার করেন। এরপর রাতে তিনি আচমকা নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে যান। ডাচ সরকারের একটি উড়োজাহাজ তাঁকে সেখানে নিয়ে যায়। সে দেশের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের পাশাপাশি তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতেও গিয়ে থাকতে পারেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গ্রেপ্তারের জন্য সেই আদালতের সমনের প্রেক্ষাপটে সেখানে ইউক্রেনের প্রেসিডেন্টের উপস্থিতি বাড়তি গুরুত্ব পাচ্ছে।